অশ্রুর অঙ্গারে জ্বালায়ে রেখেছি জীবনের আলো,
অন্ধকার আছে তবু মর্মের তলে;
মৃত্যু ঘুমায়ে রয়েছে অসুখের মতো চুপে,
রক্তে রক্তে ফেলিতেছে তপ্ত শ্বাস !
জীবনের জ্বর তাই চিরদিন রয়ে যায়,
উত্তাপ রোমাঞ্চের হয় না শেষ;
তবু হৃদয়ে শীত আসে, তুষারের মতো অসীম শীত-
ব্যাথার নগ্ন নির্জন হাতে
যদি শান্তির অন্তিম রৌদ্র নিভিয়া যায়।