অশ্রুর ভাষার মতো আমার এ- আকুতি,
জানি কোনদিন তুমি শুনিবে না এসে---
সহজ নারীর মতন- বুকে ল'য়ে পুরাতন ভালোবাসা; সদ্য আবেগে ভেসে এসে
কহিবে না সেইসব অনুক্ত কথা, যাহা বহুদিন ধরে তোমার ঠোঁটের প'রে- বারংবার আসিয়াছে ফের সমুদ্রের ঢেউয়ের মতন ফিরে ফিরে গেছে!
তব বুকে ল-য়ে অসীম অন্ধকার
জলের উচ্ছ্বাসের মতো কম্পমান হৃদয়,
তোমারেই খুঁজিয়াছে, খুঁজিয়াছি অনেক মানুষ, মানুষীর ভীড়ে;-- পৃথিবীর মেঠো পথ, শ্যামল বনানী, মাঠের প'রে চারিদিকে শুধু উল্কার আলেয়ারা ভাসে !!!