হে দুরন্ত, কোথায় ছুটেছ নিশিদিন-
কোন অলক্ষ্য দরিয়ার তীরে সাজিয়াছ হায় সিন্ধু- বেদুঈন!
নাহি কি গৃহ-বাড়ী পান্থশালা,
পথিক যেখানে মিটায় পথের ক্লান্তি-জ্বালা?


ওগো নিরুদ্দেশ,
তোমার এ নিরাশ্রয় কারাগার মর্মে'র তলে,
বন্দী আহত যে বিহঙ্গ ঘুমায়ে রয়েছে ক্লান্ত সুধীর!
তাহার বেদনা- অশ্রু-উৎসবে কভু কি জাগে নাই পঞ্জরতলে?


হে দুরন্ত, কোথায় ছুটেছ নিশিদিন, নিশিদিন কেবলি-
চকিতে আহা চূর্ণিয়া গেলে মাটির এ বন্ধন!!