নেশাখোর ভ্রমরীর মতো চুপে
কামনার পিছে--
ঘুরে-ঘুরে মরি মিছে,
আমি প্রতীক্ষায় চেয়ে থাকা পথিকবধূ
পাইনি আজও হায় দেখা তার,
সিন্ধুর সীমানা জুড়ে
সকালের ভেজা মাঠ- ঘাসফুল, কাশবন, এলোমেলো বেদিয়ার দলে,
অনেক আকাঙ্ক্ষায় খুঁজেছিনু তারে;
বুকে ল'য়ে মদির গন্ধ, মন মোহিনীর- বিরহ-বহ্নি।