একদিন লুকিয়ে আমি স্নানরত রমণীর শরীর দেখেছিলাম,
কেউ দেখতে পাইনি, কেউ ঘুনাক্ষরেও টের পাইনি;
স্নানের জলের সঙ্গে গাত্র বেয়ে- মেয়েটির
পায়ের কাছে এসে ঝরে গিয়েছিল আমার কুদৃষ্টি।
তবু আমার লজ্জা হয়, আজ এতকাল পর আমি শুনতে পাই শরীরের অভিশাপ।


নারীর সঙ্গম বড় বিষণ্ণ করে তোলে আমাকে!


একদিন গোপনে আমি গৃহপালিত কুকুটী'কে খুন করে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিয়েছিলাম,
কেউ দেখতে পাইনি, কেউ ঘুনাক্ষরেও টের পাইনি;
কোথাও কোন রক্তের দাগ ছিলো না, ক্ষতের চিহ্নমাত্র ছিলো না পদদলিত হয়ে মরা লাশটির গায়ে, হয়তো এজন্যই খুব সহজে আমি নিষ্কৃতি পেয়ে গেছিলাম।
তবু আমার লজ্জা হয়, আজ এতকাল পর আমি শুনতে পাই মৃতের অভিশাপ।


মৃত্যু বড় ভয়ানকভাবে তাড়া করে আমাকে!


প্রত্যহিক জীবনে প্রতিটি পদে-পদে এমনতর
পাপ ও দুঃখের কাহিনী পাহাড় সমান হয়,
তবে কি বেঁচে থাকা ছেড়ে দিবো?
নারীর সৌন্দর্য, শরীর, সঙ্গম উপভোগ করবো না?
ব্যস এক মৃত্যুর বোধে আচ্ছন্ন হয়ে- নিশ্চুপ হয়ে থাকব শুধু?
এইসব ব্যাপারে আমি সুনিশ্চিত হতে পারিনি
কিন্তু আমি স্পষ্ট শুনতে পাই
শরীর ও অশরীরির অভিশাপ।