কত লক্ষ জনতার রক্তে লাল হলে
একটি লোহিত জনপদ'কে স্বাধীন বলে,
আমার জানা নেই;
আমি তটিণীর তীরে সূর্যকরোজ্জ্বল সন্ধ্যা ভালোবাসি, রক্তিম চিতা নয়।


কত ধানুকির তীক্ষ্ণ শর- মৃত্যুশলাকা হয়ে
বর্ষিলে কচিকাঁচা শিশুদের বুকে,
কত সদ্যদার যুবতীমাতার সন্তানহারা শোকে;
কত রে স্বপ্ন ভাঙ্গার গান মরার মহোৎসবে,
ক্ষান্ত হবে উৎপীড়কের হিংসাঘৃণার ক্ষিপ্ত ছুড়ি;
আমার তা জানা নেই।
আমি শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখি,
যুদ্ধবিগ্রহের উন্মত্ত পৃথিবী নয়।


কত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বোমার আঘাতে
বিধ্বস্ত হলে
একটি দেশের রাষ্ট্রনায়ক তার বিধ্বংসী খেলায় জেতে,
কত নিপতিত জনতার অন্তিমাশ্রয়- ভিটেবাড়ি
আকাশচুম্বী ইমারত ভেঙ্গে হলে খানখান,
ধূর্তের দুরভিসন্ধি কৌতুকী রাজনীতির হবে অবসান,
আমার জানা নেই;
আমি ঘাসফুল ভরা সবুজ প্রদেশের স্বপ্ন দেখি,
বিধ্বস্ত নগর নয়।


কত অস্ত্র-আয়ুধ প্রহরণ কত বন্দুকের ক্ষিপ্র ধাতবপিণ্ড- মৃত্যুবাণ
বিকট উল্কার বেগে ছুড়ে মেরে কেড়ে নিলে কত সহস্রপ্রাণ,
ক্ষান্ত হবে তাহাদের শত্রু-শত্রু খেলা
আমার তা জানা নেই;
আমি পাখির গান ভালোবাসি, গুলির শব্দ নয়।


কত পিতার মানিক কত মায়ের বুকের ধন লুটে
একটি যুদ্ধকামী দস্যুসেনার জয়ের স্বাদ মিটে,
আমার জানা নেই।
আমি অরণ্যের মর্মর ধ্বনি ভালোবাসি, সন্তানহারা ব্যথিতের হাহাকার নয়।


কত সর্বহারার হাহুতাশ কত বন্দিনীর অশ্রু সম্ভ্রমহারা ব্যথা-
কত জীবনের নিদারুণ অপচয়- সৈনিকের মৃত্যু-জয়োল্লাস বৃথা,
কত ঝলসানো মুখ লাশের ঢেড় কত রণক্লান্ত  মানুষের হাহাকার ঠেলে হায়
একটি দেশ বিশ্বসভায় সসম্মানে মাথা তুলে দাঁড়ায়!
আমার তা জানা নেই।
আমি নির্ঝঞ্ঝাট সংসারের স্বপ্ন দেখি, বিশৃঙ্খলা  আক্রান্ত সমাজ নয়।

কত দখলিকার স্বত্বে তারা দিবে রে হানা কত রণ রক্ত লুন্ঠন-
কত দস্যুতার অবর্ননীয় নজীর সৃষ্টি করে,
ক্ষান্ত হবে তাহাদের যুদ্ধ-যুদ্ধ খেলা- দেশ বিজয়ের অভিযান,
আমার জানা নেই;
আমি দূরবাসী মোর প্রিয়ার স্মরণে প্রেম-বিরহের কবিতা লিখি, দেশ দখলের নথিপত্র নয়।