হে দুঃখিনী প্রণয়হারা


প্রথম যেদিন ঝরেছিল বিচ্ছেদের অশ্রুধারা


কপোল বহিয়া আঁখি হতে,


সে অশ্রু এতক্ষণে শুকায়ে গেছে জানি-


তব রুদির বারতা তোমার- বাণীহীন কামনার মাঝে;


নিবিড় দর্পে ফুটেছিল যে ব্যাথা মর্ম তলে,


সাজালে স্মৃতির অথই সৈকত সেথা-
জীবনের এই মহা-স্রোতে।


হে দুঃখিনী প্রনয়হারা,


জ্বালিয়ে আগুন জ্বলে যারা- আকাশেরি তারা !


তৃপ্ত হয়ে আছে তব আছে শক্তি, সহ্য করার ভার;


প্রেমের বসনে জড়ায়ে আপনারে


মৃত্যু নেপথ্যে বুঝি আসিলে আরবার।।