হে নারী, মর্তের দেবী- আমি কোনোদিনও চিনিনি তোমাদের,- ছলনাময় হৃদয়ের তাপে রক্তের মতো শুধু অশ্রু ঝরে গেছে! ভালোবাসা প্রেম- আহ্লাদের রিক্ত পেয়ালা মোর ভরিয়া উঠেনি কভু।
তব হায় আঁখি মাঝে কোন দূর-দুরাশার স্বপন লয়ে জেগেছিনু সুদীর্ঘ রাত, উপেক্ষায় ক্ষয়ে গেছে জীবনের কতো কাল! আজ হৃদয়ে যে মৃত্যুর শান্তি বোধ করি সে অগাধ ঘুম, দেহের অবসাদ ল'য়ে মৃত্যু-ঘোর রাত্রি কেটে যায়, তোমাদের বিচিত্র ডানার গন্ধে আহত একা।