হলদে পাতার মতো আমাদের জীবন,
শূন্য পথের প'রে নিরর্থ উড়াউড়ি- জ্বালাময়ী রৌদ্র-দহন!
নিঃস্ব শ্মশানের মতো আহা একাকী দহি-
ছায়া হয়ে পাশে রয়না কেহ;
রক্তে রক্তে মৃত্যু-ব্যাধি-
সময়ের আগেই ক্ষয়ে যায় দেহ।
মরে না তব আকাঙ্ক্ষার ভূত- বুকের ভেতরে দুরন্ত সাহস, শরীরের আগে শুধু ঝরে যায় হৃদয়ের রস !!!