যেদিন চলে যাব, সরে যাব তোমাদের কাছ থেকে-- বহুদূর- পৃথিবীর মেঠোপথ কুয়াশার মাঠ ছেড়ে আরও দূর,
অতিদূর নক্ষত্রের দেশে- হয়তো অন্যকোনো নগরের পথে- আমারে দেখিবে তারা, একদিন যারা ভালোবেসে লয়েছিলো বুকে; তাহাদের সকরুণ হৃদয়ের পাশে- স্নেহময় বিছানার প'রে, হয়তো আজিও আমার এ ঘুমচোখ আচমকা জেগে জেগে ওঠে ! হয়তো আমার স্মরণে, স্মৃতিময় ধ্যানে জেগে আছে তাহারা সব কাছের মানুষেরা সেথা,
যেদিন চলে যাব, সরে যাব তোমাদের কাছ থেকে বহুদূর,- সুদূর পাহাড় শিয়রে সাদামেঘ ধূসর কুহেলী- তমসার ভীড়ে,- এই পৃথিবীর পুরোনো পথে অথবা পাড়াগাঁর তটিণীর তীরে- বিচিত্র-ডানা মাছরাঙার শেষ সন্ধ্যায়, কোনদিন কেহ আর আমারে পাবে না দিনান্তেও খুঁজে।