জীবন মাঝারে বসিয়া একা
হাস্যমুখে টানিতেছি যে মরন-রেখা,
সেই সীমাতে অসীম তোমার
জ্বলুক ভোলে আলোক শিখা,
তব দ্বার, জন্ম-মৃত্যুর উন্মুক্ত কপাট
বন্ধ করো না আর।
যখন যেখানে মৃত্যু হানিলে
ভাঙল দ্বিধার বাঁধ,
তব সংশয়, জন্মচক্রে ভ্রমিয়া বেড়াই
ভূলোকে- দ্যুলোকে মৃত্যু কোথাও নাই!!