যে কামনা নিয়ে ভ্রমর ফিরিছে বনে,
বুকে মোর সেই তৃষা;
মিলন বাগিচার বিধুর-কাননে
হারায়ে ফেলি গো দিশা!
তব কি খেয়ালি সাজি- নিমিষের তরে
প্রতীক্ষারি ছলে খুঁজেছিনু যারে,
বুকে লয়ে স্বপনের পেয়ালা- প্রণয়ের মধু
কোথা মোর ছায়াপ্রিয়া, চঞ্চলা কুলবধূ?
জানিনে আহা উদাসী চোখজোড়া তার
আজিও খুঁজে কিনা মোরে!
শতাব্দীর নীল অন্ধকারে-
কেহ নাহি আজ- যাত্রা কাহারো হেথা;
আছে শুধু ঝরাপাতা, শূন্য পথের ব্যাথা
বিগত দিবসের ক্রন্দন,
আমি সব অনুভব করি।।