বুঝি গো ছন্দ-প্রিয়া আমায় নয়,
ভালবেসেছিলে মোর কবিতা!
পথের করির খুঁজ কে'ইবা কুড়াই,
কবিতা হলেই অবসান।


কাটার আঘাত কে চায় পুষ্প সবা'ই যাচে,
তুমি জানো না সে ফুল, বৃন্ত ভেদ করে ফুটিতে তার
কাদে কতো মাতৃসম বৃক্ষের প্রাণ !


যে নদীর জলে তৃষ্ণা মিটায় পিপাসু,
তার গভীরে কি যে তৃষা সে'ই শুধু জানে;
বেদনার মহা-সিন্ধু তলে করো সন্ধান।


দূর্লভ নীলে সম্বৃত- তারকাশোভিত-আকাশ,
রাত শেষে পড়ে থাকে চোখের আড়ালে অনাদরে;
তুমি বুঝিতে পারো না তারে,
কতো ব্যাথার বক্ষ ভাঙ্গিয়া তাহার মেঘ হয়ে ঝরে।।