কোথাও শান্তি শাশ্বত নয়,
যেখানে সুখ সেখানে অহরহ বেদনাও আছে।
এইযে জীবনের বিবিধ সফলতা, জয়
তারও রয়েছে অন্যএক দিক- ব্যর্থতা, পরাজয়।


কোথাও শান্তি শাশ্বত নয়,
যেখানে আশা সেখানে সতত হতাশাও আছে।
এইযে মানুষের অন্তহীন ক্ষুধা
জীবনের বহুবিধ চাহিদা,  
অত্যাশ্চর্য সব প্রয়োজন-
মিটাতে চেয়ে ব্যথা পায় আমাদের মন।  


কোথাও শান্তি শাশ্বত নয়,
যেখানে ধনাঢ্য থাকে বৃহৎ অট্টালিকা গড়ে,
সেখানে দীন তার ছোট কাঁচা কুঁড়েঘরে।
যেথা মহাজন সেথা তার কৃতদাস,
এই হল সময়ের কুটিল পরিহাস।


কোথাও শান্তি শাশ্বত নয়,
যেখানে ঘুমন্তের ব্যাথা ল’য়ে জাগ্রতরা কাদে
সেখানেই কেউবা অশ্রুআকুল ফেঁসে গিয়ে মায়াবীর ফাঁদে!
এইসব আশ্চর্য সত্য বোধের ভেতর তাড়া করে
তবু নৈরাশার থেকে আশা ঢের ভালো বলে,
মানব তার খোশভোজী মনকে বোঝাতে ব্যর্থ হয়-
একটি সমাধান অন্যএকটি সমস্যার জন্ম দেয়।


কোথাও শান্তি শাশ্বত নয়,
যেখানে সুখ সেখানে অহরহ বেদনাও আছে।
আর এই- জীবনের পাশে আছে অদ্ভুত মরণ,
তবু ওই মরণের মাঝে- অনন্ত ঘুমের ভেতর,
হয়তোবা আমাদের কাম্য শান্তি শাশ্বত, সুন্দর।