আমাকে জিজ্ঞেস করো না কেমন আছি,
আমি বিশ্রীরকম সুস্থ মানুষ, শুধু 'ভালো আছি'
এই মিথ্যে সংলাপে আর কতদিনই'বা অভিনয় করব?
বহুদিন তো হলো তোমাদের নাট্যমঞ্চে দাঁড়িয়েছি
ইদানীং বড্ড বেশি ক্লান্ত লাগে।


আমাকে জিজ্ঞেস করো না কেমন আছি,
আমি দারুণ সুখি মানুষ, শুধু 'ভালো আছি' বলা
আয়নায় মুখ দেখে হাস্যকৌতুক করার মতন বিলাসিতা, অমন বিলাসিতা দেখে তোমাদের ঈর্ষা হতে পারে!

আমাকে জিজ্ঞেস করো না কেমন আছি,
বারবার জিজ্ঞেস করলে সত্য বলে দিতে পারি!
আদতে আমি মর্মান্তিকভাবে আহত, ভয়ংকরভাবে দুখি, ভীষণরকম ব্যর্থ একজন মানুষ-
নিজের নিস্ফলতায় ডুবে থেকে সাফল্যের সাথে হাসতে পারি, হাসাতে পারি;
তাই হয়তো ভালো আছি আমি বিশ্রীরকম ভালো আছি।