হে পরিচিত, হে চির বেদনা-অমৃত,


কোনদিন যদি মোরে মনে পড়ে


তুচ্ছ সময়ের ছিন্ন-অবকাশে,-


বিরহ-শোকে অন্তর যদি কেঁদে মরে;


সঙ্গহারা গোধূলির ছায়া ধরে-


সূর্যের মাধুরি যখন আঁধারে-আঁধারে যায় খসে


তুমিও কি নিজেরে ভাঙিয়া খানিক্ষন আমাতে রহ মিশে?


জানিবার ইচ্ছে আর অনর্থক বাসনা মনে;


তোমার বুকের প'রে- খোয়া যাওয়া এই আমারে


একদিন হয়তো খুঁজিয়া লবে, যদি পরানের কাননে


প্রেমের পাখিটি আবার গুঞ্জরিয়া উঠে;


মৃগতৃষ্ণা জ্বলিবে তোমারও প্রাণে।