নিভৃতে কাঁদে বুকের ভেতরে এক বঞ্চিত প্রাণ,
কারে যেন চেয়ে না পেয়ে শেষে-
কতকাল ধরে বিষন্ন ম্রিয়মাণ!
তিলেতিলে মরিতেছে বেদনা নামক বিষে,
মৃত্যুর চুমোতে তব নেই আর অবসান!
বিফল ব্যাধিতে যে লভিয়াছি অমরতা,
ব্যথিত চিত্তে শুধু বহে চির-বিরহের ব্যাথা;
নিরন্তর তব অনুরাগ রচিতেছি বিজন তটে,
এসো হে অভাব অপ্রাপ্তি মোর হৃদয় পটে।