আমার দম বন্ধ হয়ে আসে,
নিজের নিস্ফলতায় ডুবে থেকে থেকে
দম বন্ধ হয়ে আসে।
মাঝেমাঝে দৌড়ে গিয়ে
শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের ছাদে উঠে সজোরে চিৎকার করি,
আহত জন্তুর মতো চিৎকার করি;
মুখে রক্ত উঠে,
তোমার নাম তিনটি অক্ষরের সমষ্টি
গলার মধ্যে কাঁটার মতো বিঁধে রেখে
ক্লান্ত শিশুর মতো ঘুমিয়ে যাই;
সকালে উঠে কপালের নিচে চোখের জল মুছে ফেলে
কর্মব্যস্ত শ্রমজীবী হয়ে উঠতে বড় নির্লজ্জের মতো মনে হয়,
বরং ঘুম ভালো! সবকিছু বিস্মৃতির গুদামে ফেলে রেখে
বোধহীন মৃতের মতন বিছানায় পড়ে থাকা,
কোনো উৎকণ্ঠা নেই, আশা নেই, যন্ত্রণা নেই।