প্রণয়ের সুধা ল'য়ে কামনার পিছে
ঘুরে ঘুরে প্রেয়সী- হওনি তো উদাসিনী কভু ;
আকাঙ্ক্ষার ঊর্ধ্বফণা- উদ্যত-ভুজঙ্গিনী
ঢালোনিকো অধরে তব সেই দুরন্ত-কালের বিষবহ্নি-রস, রূপ-পিপাসার গরল পাত্রে- তৃষ্ণা-ব্যাকুল যৌবনের মধু!
মর্মের এ- দীনগৃহে পাইনি আজও আহা কাম্য বন্ধন- মিলন সম্মিলন,
জীবনের অমানিশা ঘোরে- বিচ্ছেদের নাহি আর অবসান।