কি তুচ্ছ স্বপনের ঘোরে যেন মগ্ন এ হৃদয়
অলীক জানালা মেলে হাসে!
ভাবিছে মনোহর ব'লে যে অচেনা রমণীরে
দূর হতে দেখিয়াই, কেবল নিরর্থ নাম শুনে
ছুটিলি তার পিছু-পিছু ছায়ার মতো?
কিছু বিক্ষিপ্ত অনুভূতি চক্ষুদগ্ধ করে
বারেবারে মর্মে দিয়ে যায় ভ্রমের সংকেত
তব আত্মধিক্কারে কার করুণ সংগীত বাজে -
রিক্ত এ বক্ষ মাঝে!!!