জানি আমারে তুমি চাওনি কভু,
একান্ত প্রণয়ীর মতো তবু-
তোমারে আমি একাগ্রচিত্তে ভালোবেসে গেছি;
তব হায় আমার রক্তের পিপাসা,
হৃদয়ের ভাষা টুকু বুঝনি তুমি !
হয়তো একদিন চলে যাবো আমি
মুছে যাবে আমার স্মৃতি, এই ধূলির পৃথিবীর প'রে-
হয়তো তখন খুঁজিবে আমারে ক্ষুণ্ণমনে!
সেদিন বেদনা পাবে তোমাকে
অসীম বেদনা ;
সেইদিন সেই বিষন্ন রাত্রি, তোমার হৃদয়ের মতো-
আমারেও টানিয়া লই'বে তার অনন্ত কালের ভেতর !
তারপর আর মানষীর তরে মানুষের যে আকাঙ্ক্ষা,
কিছুই রবে না আমার।।