সময়ের অবিরল বিচ্ছেদে, ধরণীর বিস্তীর্ণ ভূমিতলে-
কিটের মতো মুছে যায় মানুষের জীবন;
তবু বাঁচার আস্বাদে মৃত্যুর কুলে আড়ষ্ট-অভিভূত আমাদের এ হৃদয়, তাহার অন্তরে দিবানিশি দহে যে কি আকাঙ্ক্ষার অনল! মিলনোন্মত্ত হরিণীর মৃগতৃষ্ণার মতো বনের বিস্ময়ে আশ্চর্য সব রাত্রি-অন্ধকারে, অতি চঞ্চল বিরাট সক্রিয় লোমশ স্পর্শ-উচ্ছ্বাসে জীবনের এই দুর্দান্ত মত্ততা!
একদিন তব থেমে যায়, থেমে যায় যেমন ক্লান্ত মুমূর্ষ-
অসুস্থ বিছানার প'রে।