কে মোরে ডাকিছে এহেন আকুল অলস সুরে?
কোন দিগন্তে- নিভৃত কোন মৌন মায়াবীপুরে,
আঁখি দুটি হায় পাগলা হাওয়া যেতে চাই ছুটে;
দূরে অনেক দূরে- অসীম আকাশ টুটে,
ছুটছে যারা আত্মহারা- সুদূর নিরুদ্দেশ!
পথের তালাসে বেকুল সাহারা
পথের নাহি রে লেশ।
কে মোরে ডাকিছে এহেন আকুল অলস সুরে-
গান সে গাহে তবু এ গান না,
যেন গো মরুর মাঝারে খুলিয়া দিয়াছে মুগ্ধ-মাতাল ঝর্ণা!!