আজি এ- বিবশ প্রহরে
মম আবেশ-হিয়ার গভীরে,
পশিল বুঝি আঠারো বয়সের উন্মাদ !
কোথা তোরা নিদ্রা জাগানি- মালতিমালিনী
অয়ি তড়িৎ-চকিত-নয়না,-
জনপদ ঠেলে হেঁটে চলা পথিক-ললনা
কোথা তোরা অভিসারী নারী?
তোমাদের লাগি ভবঘুরে সাজিয়াছি
গৃহবাড়ি সব আসিয়াছি ছাড়ি;
অয়ি দুর্দম- দূরন্ত প্রণয়-তিয়াসীরা,
ত্যজ্য-মান যৌবনের ক্ষুধা ল'য়ে
কোথায় ফিরিছ মন্হর বেগে- কোন বেদিশার দলে
হারায়েছ আপনারে আহা-
জীবন যেতেছে চলি তোমাদেরে ত্যজিয়া।