মানুষের চিন্তার অতীত, অপরিমেয় কাল কেটে গেছে!
আজও তব তোমার অন্বেষণে পথ হাঁটা মোর হয়নি শেষ;
এই পৃথিবীর প'রে- তীব্র রোদের ঘোরে
আর অতসীর মতো কাঁটাধার শীতের সফরে,
তোমা বিনে খুঁজিনিকো আশ্রয় কোথা- বাঁধি নাই ঘর,
তব হায় কামনার বাতায়নে কাঁপি থরথর!
আমি ঐ দূরবাসী সোহাগির পউখ-পরশ-হারা-
কুয়াশায় ভেজা নিশীথের তাঁরা,-
দীর্ঘ শীত রাত্রিটিরে ভেসেছিনু ভালো।
ঘুমহারা চকোরের মতো অতৃপ্ত উৎসবে মেতে
যুগ-যুগ ধরে জোছনাময়ীর ললাটের প'রে এই মৃদু চুম্বন মোর মিছে নয়।।