তুমি ছিলে না বলে,
অলস বিছানার পরে-
আধেক ঘুমের ছলে
আমি জাগি নাই আর,
পৃথিবীর নিবিড় অন্তরে
নতুন সূর্য উঠেছিল জাগার মতন;
শ্বাশত রাত্রির পর
ভোরের পাখির মধুকর গুঞ্জন
সপ্তসিন্ধুর কলরব,
ক্লান্ত কাকের অনন্যোপায় আহ্বানে-
আমি জাগি নাই আর,
চন্দ্রমল্লিকার সুদীর্ঘ রাতে-  
ঝরা বকুলের নির্জন মৃত্যুর পথে,
তুমি ছিলে না বলে-
বসুধার রূঢ় নিয়মের মতো,
একাকী-রমণী বিধবার কাতর হৃদয়ের ন্যায়
অন্তিম আকাঙ্ক্ষা ল'য়ে,
জ্বালাময়ী এই সংসারের মায়াবন্ধনে থেকে
রক্তক্লান্ত দেহে,
আমি জাগি নাই আর;
তোমার শরীরের ঘ্রাণহারা এ-
নিঃস্ব নিভৃত নগরচত্বরে,
তুমি ছিলে না বলে।।