আমি তো শান্তি চাইতেই এসেছিলাম
দুদণ্ড প্রণয় আর একফোঁটা হাসি ভিক্ষে চাইতে
এই অন্তিমসময় তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছিলাম,
অথচ কথার ফাঁকে বিদ্বেষের তীর ছোড়ে মেরেছ তুমি; প্রেমের নামে যা দিয়েছ সুকৌশলে--
রাতের দীর্ঘ-অন্ধকারকে লক্ষ্য করে চাঁদের যে অট্টহাসি
তার চেয়েও নিদারুণ অবজ্ঞায়, তামাশায় ভরিয়ে দিয়েছ এই- ভিক্ষুকের তালা!