পেঁচের কথা সল্প লোকে জানে শুনেন, ভাই!
পরলে পেঁচে সঠিক সময় দেখার কেহ নাই।
আড়াই পেঁচ,সাত পেঁচ,
ঘুটি পেঁচ,বাঁকা পেঁচ,
চতুর লোকের শত পেঁচ।
সব পেঁচের প্যাচ নাই,
ঘুটি পেঁচের ছাড়ন নাই।
পেঁচি লোকের মিষ্টি কথা,
শুনলে পরে পাবেন ব্যাথা।
পেঁচ মারলে খাবেন ছেকা,
পাবেন না ভাই সত্যের দেখা।
দোষ করে ভাই ভুরি ভুরি,
ধরলে পরে পেঁচের সারি।
নিজের কথা নিজেই বলে,
আলাপ,গপ্প ভঙ্গির তালে।
এমনভাবে মিথ্যা বলে,
সত্য কথার ছলে তলে।
এমন পাকনার হাতে গেলে,
ঘুটি পেঁচে পরবেন বলে,
আড়াই পেঁচের কথা বলি,
হুঁশ হয়ে ভাই সবাই চলি।