নতুন করে মুড়ি এলো আগে খেতাম খই,
মাখন বানায় ডালডা দিয়ে টিশুতে হয় ধৈ।
গাভী পানায় মস্তভারী দুধের বোতল সারি সারি,
আসল বলে দিলো পাড়ি,নকল কি আর ধরতে পারি?
মধুর খুঁজে গেলে পরে,অল্প কিনি ঠকার ডরে,
আম,কাঁঠালের গন্ধ ভারী,গাছেরটা কি খেতে পারি?
পিওর বলে দোকানদারে,খেতে গেলেই ধরা পরে।
এমন কারবার চলছে যখন,
তরমুজ মামার পর্ব এখন।
বয়স হয়নি তবুও লাল,মরিচ পাকা পাইনাকো ঝাল।
পেঁপে খেতাম মিষ্টি কতো!! এখন খাই আর পানির মতো।
সবজিতে ভাই কি যে মারে!টাটকা দেখায় মারার পরে।
এক তরকারি বার বার কাছে,কিসের বলে ফিরিজ আছে।
সবজির কথা হলে পরে, মাছের কথা মনে পরে।
মাছ ধরে ভাই সকাল বেলা,দু মাস পরেও একই খেলা।
এই কী করে সম্ভব হলো?
চোখ হয়েছে সবার কালে।
সবজির কথা বাদই দিলাম,মাইনষের কথায় চলে এলাম।
যাকে আমি আসল বলি,চাইক্কা দেখি বাজায় তালি।
বেশ বূশে ভাই মক্কার খেজুর,তরে তরে চালাক চতুর।
বলে সবই ভাল করে,মন্ধ ছাড়া পাইনা তারে।
সব চাতুরির চলছে ঢল,বলতো ভাই,
কোনটি আসল, আর কোনটি নকল?