সাদা দিলে দাগ লেগেছে,কাঁদা মাখায় কে?
দাগ মুছে যায় রেগ থেকে যায়, যায় না বলা যে।
জানে সে, শুনেও নি সে, তবুও খেলো মার,
গরিব মানুষ, খেটে খাওয়া,দোষ টুকুটাই তার।
এমন নিষ্পাপ ঘরে যদি কেউ দিয়ে যায় কাঁদা,
একদিন বিচার হবেই, সেই দিন থাকবেনাকো বাঁধা।
আবেদ বলে হক আছে, ভাই,সৃষ্টি কর্তা বললেন তাহাই,
দুঃখের দুঃখী হতে হবে,সেইতো মুমিন সন্দেহ নাই।
হক কথাটি সবাই বুঝি,নিজেরটা কেন আগেই খোঁজি?
এমন কেনো হলো ওদের, কে দিলো সেই মন্ত্র মোদের।
বীর মোসলিমের গল্প শুনি,নিজের চটা নিজেই বুনি।
রাখবো মনে ওদের কথা,লাগব হবে কষ্ট ব্যাথা।
মাপ হবে না কবুও জেনো,কষ্ট দিলে অন্যকে
মাপ না তোমায় সে না করলে,ধন্য হয়ে মন্যকে।
কষ্ট কবু দিওনা ভাই,ক্ষমার চোখে দেখবো যে,
অন্যায় করলে সইবো সবাই,রবের পথে ধরবো যে।