এলো মেলো বাতাস বহে পাতার ফাঁকে ফাঁকে,
দোল খেয়ে যায় শিউলী, শ্যামল সেথায় বাঁকে বাঁকে।
চিনি গুরি বৃষ্টিতে আজ, কৃন্ষচূড়ায় লেগেছে সাজ,
মন কেরেছে বকুল, বেলি,গন্ধে মেতে রংয়েরী ভাজ।
বৃষ্টি ফুটা পাতার পরে,
শিক্ত হয়ে নুয়ে পরে।
ভেজা ফুলের পাঁপড়ি গুলো,
রং মেখেছে এলো মেলো।
মন মাতানো ঘ্রানে মেতে,
ইচ্ছা ফুলের পাঁপড়ি হতে।
রুপ প্রকৃতির রুপের মেলা,
রং মাখালো সাজের ভেলা।
লাল সবুজের আভা মেখে,
মন যে আমার সপ্ন দেখে।
নয়ন ভরে তাকিয়ে দেখি,
নতুন করে বাঁচতে শিখি।