রণবীর কখনো ভেবেছ কী? ঠিকানা তোমার কোথা?
কেন এতো ঈর্ষা,অহংকার, ক্রুধ কেন এতো তোমার?
ফিরবেনা কী তুমি সেথা?
যেথায় তোমার প্রিয়জন,তোমার প্রাণের টুকরা,নয়নের মনি, আদরের কত মুখ,
আজও মনে হলে কাপে অন্তর, ভেসে ভেজাই দু চোখ।
মনে কী করেছো কবু তাদের? কেন? কী হয়েছে তোমার?
কে তোমায় করিল সাড়া,
কেউ কী আপন হবে বলো? না! না! না! সেথায় পরিলে ধরা।
ত্রাসে কাপে মোর হৃদয়, কেউ তো কবু হবেনা আপন,
মনিবের ইচ্ছায় সবি হবে পরে,করে গেছি যা আগে গোপন।
রণবীর কী করবে এখন বলো? ছেড়ে দাও এ ধরার সুখ
দেখো একবার ভাবি,
কেউ তো আপন নয়গো তোমার সবাই সবার সবই।
অনুনয়,বিনয় করে বলো,ক্ষমা কর মোরে,
এ ধরার সুখ চাইনা আমি,সুখ চাই পরপারে।
মালিক তুমি বড় দয়াবান,তুমি বড় ক্ষমাবান, সকল কাজের কাজি,
করুণা করো মোরে,নিয়ে নাও আমায় তুমার পথে আজি।