এই তো সেদিন বাংলা ছিল
চির পরাধীন


তোমার নেতৃত্বে হলো বাংলা
স্বাধীন।


শান্তি আসলো দুঃখী জনের মনে
যারা স্বধীন চেয়েছিলো ক্ষনে ক্ষনে,,


আজ শোকাবহ সেইদিন
যেদিন তোমায় হারিয়ে
বাংলা হয়েছিলো চির পিতৃহীন।
সেদিন এ ধরায় নেমেছিলো
হাহাকার বেঁজেছিলো হৃদয়ে বিষাদের ভায়োলিন,,,,


বেদনায় হয়েছিলো অশ্রুশিক্ত আঁখি,
তুমি চলে গেলে দিয়ে
মোদের ফাঁকি,,,


না না না,,,,,
তুমি যেতে পারো না,,
তুমি আছো সব বাঙালির হৃদয়ের মাঝে
আজও তোমার নামটিই যেন বাঁজে


"বঙ্গবন্ধু মুজিব" তুমি আছো মিশে
সোনলী ফসলের শীষে শীষে,
মিশে আছো তুমি সবার হৃদয়ের মাঝে


ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত
লাল সবুজের পতাকার ভাঁজে ভাঁজে।


-হে মুজিব!!
তুমি সজীব
তোমার হয়নি ক্ষয়
তুমি পেয়েছো জয়
বেচেঁ আছো তুমি ইতিহাসের ছায়ানটে
অনন্তকাল অক্ষত থাকবে তুমি বাঙালির হৃদয় পটে
তুমি চির অটুট মৃতুঞ্জয়,,,,,