আমি এক দুঃখ ওয়ালা অভাব আমার নাম
জানিনা কোন অপরাধে পেয়েছি বদনাম!


দুঃখ ভরা জীবন আমার কষ্টে ভরা মন
অভাব নামের কুঁড়ে ঘরে কাটচ্ছে সারাক্ষণ ;


সুখ দুঃখ দুই ভাই তারা চলছে সর্বদায়
কাউকে হাসায়, কাউকে কাঁদায়, মজার দুনিয়ায়!


দুঃখ কষ্টে থাকতে আমার মন নাহি চায়
চেষ্টা আমার অবিরত চলছে সর্বদায়;


সুখ সুখ করে আমার যাচ্ছে সারা বেলা
অভাব নামের কুঁড়ে ঘরে আমি যে একেলা!


মায়ার এ ভূবনে পাঁঠিয়ে আমারে
যেমনি নাচাও তেমনি নাচি এ ভব সংসারে ;


পাপের বোঁঝা মাথায় নিয়ে ঘুরছি বনে বনে
জানিনা কোন অপরাধে এই হাল মোর জীবনে!


লোকে আমায় মন্দ বলে আমি বেকার বলে
দূর থেকে কাঁদা ছোঁড়ে ভিতর নাহী দেখে
চেষ্টা আমি করছি সদা মালিক মাওলা জানে।