হতাশার চাদরে ডাকা আ-মারি জীবন
একবিন্দু সুখের খুঁজে ঘুঁরছি সারাক্ষণ


জীবন এক আশার ভেলা স্বপ্ন দেখে মন
স্বপ্নের কাছে যেতে হলে অর্থের প্রয়োজন;


অর্থ ছাড়া মানুষ আমি জানে নাতো মন
জানলে পড়ে স্বপ্ন দেখতে করতো আমায় বারণ,


বাস্তব জীবন বড় কঠিন, স্বপ্ন যদি জানতো
জানলে পড়ে সেদিন থেকে স্বপ্ন নাহী দেখতো!


দয়া কর মালিক মাওলা তোমার দয়া চায়
তোমার দয়া না পেলে যাব বল কোথায়?


তুমি রাহীম, তুমি কারীম, তুমি রহমান
স্বপ্নটাকে বাস্তব করতে অর্থের দাও জোগান


আমি পাপী, আমি তাপী,আমি গুনাহ্ গার
রাহীম নামের উছিলায় দয়া কর আমায়।