ধীরে ধীরে গড়ে তোলা এ জীবনে
জীবনের প্রয়োজনে
অনেক কিছুই পরিবর্তন করলাম,
সয়ে নিলাম অনেক কিছুই,
শুধু পারলাম না সইতে অবহেলাকে|
আমিতো চাইনি খুব বেশি
কেবল একটু খানি নিঃস্বার্থ ভালবাসা ছাড়া |
কেউ সেই ভালবাসার ছবি
হৃদয়ে এঁকে
আবার মুছে দিতে চাইলে
আমার মাথায় ধসে পড়ে
কষ্টের পাহাড়|
নীরবে কেবল দেখে যেতে হয়
সেই ভালবাসার খেলা |
সত্যিই আমার কষ্ট হয় সইতে
এমন অবহেলা ।