ঘুম থেকে জেগে
তোমাকে দেখার মুহূর্ত
যখন সন্নিকটে,
তখন সমস্ত বোধ
হৃদয় থেকে লুকিয়ে যায়
একাকী মেঘের আড়ালে |
নির্বাক হয়ে যায়
আমার অস্তিত্ব;
পড়ে থাকে দেহাবশেষ |
তারপর তোমার স্পর্শে
ফিরে আসে চেতনা,
ভাল লাগার মুহূর্ত |
পৃথাবীর সমস্ত কোলাহল
হারিয়ে যায়
রাতের নির্জনতায় |
চারিদিকে ভেসে বেড়ায়
অন্তরাত্মা থেকে নির্গত
প্রেম মিশ্রিত বাতাস |
তোমার নীরবতা
স্মৃতির পটে এঁকে দেয়
অব্যক্ত হৃদয়ের ধ্বনি |
সময় ফুরিয়ে যায়..
তোমার সাথে বিচ্ছেদের মুহূর্ত
যখন অতি নিকটে;
চোখে ঝরে অশ্রুর ফোয়ারা,
মস্তিষ্ক হয় নির্বোধ,
বুকে অজস্র শূণ্যতা |
ভালো লাগার মুহূর্ত গুলো
সর্বাঙ্গে জড়িয়ে
ফিরে আসি তুমিহীনা ধূসর পৃথিবীতে ।