সূর্যের তেজ ম্লান হয়ে যখন নীশিতের আঁধার ঘনিয়ে আসে আমার দৃষ্টি তখন আকাশের সন্ধ্যাতারায় |
আমি যদি হই ঐ সন্ধ্যাতারা তার নিকটবর্তী কোনো তারা হবে তুমি |
তুমি আর আমি মিলে ভালবাসার বুকে এঁকে দেবো পদচিহ্ন |
সমস্ত পৃথিবী যখন ঘুমের ঘোরে হবে আচ্ছন্ন তখন তোমার আর আমার বুকে আলোর মিছিল |
এই আলোর সাগরে ভেসে বেড়াবো,পার করে দেবো সহস্র বছর