মহাকালকে মহান ভেবে
তুলে দিয়েছি তার হাতে
আমার যতো কবিতা |
ভেবেছি আমার কবিতায় মুগ্ধ হয়ে
আমাকেও সে ধারণ করবে
তার হৃদয়ের গভীরে |
অথচ এসবই ভ্রান্তি...
মহাকাল সত্যিই এত মহান নয় |
কবিতাকে সে ভালবাসলেও
কবি হয় লান্ঞ্চিত,বন্ঞ্চিত,বর্বর |
কবিকে সময়ের স্রোতে ভাসিয়ে
কালের গর্ভের হারিয়ে
কেবল কবিতাকে নিয়ে পালিয়ে যায় সে
অসীম সীমানায়
ধরা ছোয়ার বাইরে