আমার আজও মনে পড়ে..
যেদিন তোমায় প্রথম দেখেছিলাম
তুমি পুকুরের ধারে বসে সকালের রোদ কুঁড়াচ্ছিলে
নির্জনতার চাঁদরে নিজেকে জড়িয়ে রেখেছিলে পরম মমতায় |
আমি বুঝেছিলাম-নির্জনতাকে তুমি বড্ড বেশি ভালবাসো |
আমি তোমার নির্জন পৃথিবীর সঙ্গী হতে চেয়েছিলাম বলে এরপর অভিমানে তুমি আর আমার সাথে কথাই বলোনি |
তারপর কত রোদ ঝড়ে পড়েছিল পুকুরের পাড়ে কিন্তু রোদ কুঁড়াতে আর তুমি আসোনি |
এরপর যখনই নিজেকে নিরবতার চাঁদরে জড়াতে চেয়েছি বুঝেছি আমি একা নই
আমার জগতে তুমিও থাকো সকাল থেকে সন্ধ্যা অবধি