আমি হবো রাতের আকাশের চাঁদ
আর তুমি হবে চাঁদ থেকে ঝরে পড়া জোছনা |
যে জোছনার আলো
রাতের আঁধারেও পৃথিবীর প্রায়
সমস্ত কিছুকে করে
দৃষ্টিগোচর,উজ্জ্বল,স্বচ্ছ |
যে আলো রাতের অগোচরে
ঘটে যাওয়া হাজারো অন্যায়ের স্বাক্ষী |
যে আলো সহস্র ললনার
অভিমানের স্বাক্ষী হয়ে আজও
ঝুলে আছে বুকের কিনারায় |
যে আলো বিনাশ করে
জন্ম-জন্মান্তরের পাপ |
যে আলো কথা বলে
বাতাসে দুলতে থাকা
সবুজ পাতার সাথে |
যে আলো হতাশার বুকে জাগায়
আশার সন্ঞ্চারন |
যে আলো মুছে দিয়ে যায়
মনঘরে লুকিয়ে থাকা যত আঁধার |
তুমি হবে সেই আলো
আমি তোমার আলোয় দেখবো নিজেকে,
দুজন মিলে গড়ে তুলবো
আলোময় এক নতুন পৃথিবী ।