মাছুমা আক্তার রুমা
তোমার সন্ধানে
ধূসর মরুভূমির পথ ধরে যাত্রা অবিরত ।
তৃষ্ণায় শুকিয়ে আসে গলা ।
নিথর দেহ যেন
রোদে ঝলসানো
এক টুকরো শুকনো কাঠ ।
অনুভব করি-
আমি এক সমতল ভূমি,
কেবল অনুপস্থিত উর্বরতা ।
অদূরেই চোখে পড়ে-
এক টুকরো নীল সমুদ্র,
তার পাশেই অস্পষ্ট এক মুখ ।
পূর্ণতার আহবান নিয়ে শকুনের ছুটে চলা,
দেহসূর্য ক্রমাগত অস্তমিত হয় ।
বয়ে চলে ভারী বাতাস, দৃষ্টিজুড়ে কেবলই মরীচিকার স্তূপ |