এই পরিস্থিতি জন-জীবনে,
স্বস্তি ফিরিয়ে!
একদিন এই মহামারী
  হারিয়ে যাবেই ;


তবে হারাবে না, বেহায়া নির্লজ্জ মানুষগুলো।
সদ্য জন্মানো শিশু  লাশের ভিড়ে হারিয়েছে মাকে
পুনরুজ্জীবিত হবে না আর শত চেষ্টার ফলে।
এখন ;সেও জানেনা কী বিষে বক্ষ তার জড়িয়ে আছে
জন্মের কারণে মরে গেছে জননী,নাকি মহামারি?
পিতাকেও দেখেনি, আসেনি কোনো স্বজন!
জীবনের মূল্য খুঁজতে গিয়ে হয়ে যাচ্ছে সব পর...
মানুষ বড়ই স্বার্থপর।


তারপর... একদিন নিভে গেলো সদ্য প্রস্ফুটিত আলোক শিখা!
পৃথিবীর আলো বাতাস
আকাশের নক্ষত্র... ;
দিগন্ত হতে দিগন্ত সবকিছুই এখন সুনসান স্তব্ধ!
__________________________


সৌদি আরব।
তাং ২৫/০৪/২০২০ ইং