একজন সুরুয়া কারবারী  
কখনোই প্রকৃত তৃষ্ণা মেটাতে পারে না।


সে মন শীতলের বিপরীতে
জীবনের মানে খোঁজে।
সে খোঁজে কামুক দুপুর,তৃষ্ণার্ত  পথিক।
অস্তিত্বের ভারসাম্য তার কাছে
দর্পণের ভিতর দিয়ে দেখা যাওয়ার মতই
অথচ, সে তা একেবারেই উপলব্ধি করে না।
কারণ,সে ভুলে গেছে রঙিন প্রচ্ছদে... শুভ্রতার পরশ।


ইউ এ ই ( দুবাই)
তাং ০৩/০৪/২০২৩ ইং