বনলতা সেন ,কেমন আছো একলা তুমি ?
প্রেমিক তোমার হাজার পুরুষ
স্বপ্নে দেখে তোমার দু'চোখ ,জানো তুমি ?
রাতের সীমানা বেয়ে তোমার টানে ছুটে চলে -
তবু তুমি অন্তরালে একাই থাকো চোখ বুজিয়ে
(নয়তো কোন পাখি আবার বাধবে বাসা তোমার চোখে!)
আর কত পথ হাটবো আমি তোমায়  খুঁজে,
তুমি তো কোন কল্পলোকের অধিবাসী !!


উত্তাল অনন্ত ঢেউ সঙ্গী শুধু নীরব সদা
কাকে আমি শোনাই তোমার রূপের কথা ?
তুমি হলে শাশ্বত এক স্বপ্ন-নারী
পৃথিবীতে স্বপ্ন যত সেসব যেন সব তোমারি !
জানো তুমি আমার মত কতশত
ব্যর্থ পাগল উদাস রাতে ডাকে তোমায় !
নাকি তুমি নাবিক পেলেই হাত দুখানা বাড়িয়ে দাও?


"জীবনের সব ইতিবৃত্ত পূর্ণ হলো তোমায় পেয়ে ,
আমার সকল কথামালা হারায় তোমার মুখটা চেয়ে ...."
ভাবছি এসব বলবো তোমায় ,পাবো যেদিন আপন করে ,
তার আগে তো হবে আমার, শুধু আমার ঘুমের ঘোরে.....‌‌।।