১।
এখানে এসো,
সময় এখানে অন্তহীন -
বন্ধনহীন সময়ের স্রোত।


এখানে এসো ,
এখানে সময় সঙ্গীহীন ,
বিষাদের সাথে ওতপ্রোত ।


২।
এখানে শুধুই,
সুষমা সব বিন্যাস-সাজে ,
ছন্দ সকল কর্ম-কাজে ।
দু:খ নেই , নেই কোন দ্বেষ ,
সুখ এখানে হয়না শেষ ।


চিরসুখের এটাই সীমা ,
চরমতম প্রাপ্তি এই ;
যেজন আসে সেই জানে ,
সুখের অর্থ বোঝে সেই ।।