প্রয়াত হয়েছে যারে রেখেছিনু মনে,
স্মরনে আসে বারবার ঠিকি অতি গোপনে।


বন্ধু আমার এত কম হায়াত ছিল তোর!
ভাবিনি ঘুনাক্ষরেও ডুবিয়া জ্ঞানের সাগর।


মৃত্যু কত সহজ;অথচ কত কঠিন ভাবিয়া বসি,
হরিৎ উপত্যকা জুড়ে বাস করি, কুড়াই কত খুশি।


অবশেষে ঠিকি ভুল ভাঙে,হয়ত আগে কিংবা শেষ সময়,
মৃত্যুর জন্য অসুস্থতা নাহি জিইয়ে রাখিতে হয়।