বিদায়ে নিশ্চিন্ত ছিলে তুমি,
থমকেছিলো আমার আকাশখানি।


তবুও আটকাইনি;থাকতেও বলিনি,
দেইনি অভিশাপ কিংবা কলঙ্কের বিনী।


বলো তুমি,
যে পাখি উড়তে চায় খাঁচার দুয়ার টানি,
তারে কি করে আটকাই প্রিয় নন্দিনী।


তাই দিয়েছিলাম ছেড়ে খাঁচার দুয়ার খুলে,
নিশ্চন্ত মনে নিয়েছে বিদায় সব বাঁধন ভুলে।