-গোলাপের সনে বহু নিবেদন রয়েছিলো জমে মনে,
হয়নি আঁতাত অভিসার ও মোটে এতটুকু অনুক্ষণে।
-করিনি যতন ফুলের বরণ অনুরাগে জমা পাহাড়,
আবেদন শত করেছি যত অভিযোগে বারবার।
-কাঁটার আঘাত শত সয়েছি, সুবাস ভেবে
ভুলে–
বুঝিনি গোলাপ কাটাই বিঁধে– সু' ঘ্রান দেবার ছলে !
-যতনেই গোলাপ মোহনীয় হয় ছুয়ে দিলে পরে ঝরে–
দূর থেকে তব,দেখে যেয়ো সব,
হৃদয় মলিন করে।