এই নিস্তব্ধতায় আমি বিস্মিত-
না আমি তোমার কথা বলছি না
আমায় বিস্মিত করে সেই নীরবতা
যা কখনই আমার ছিলই না ,
সেই সব অপরিণত ঠাট্টা গুলোর নিস্তব্ধতা ,
আজগুবি সেই নামগুলোর নিস্তব্ধতা ,
উদ্বেগ হীন মনগুলোর পবিত্রতার নিস্তব্ধতা ,
ব্যারিকেডে আটকে থাকা হাঁসি গুলোর নিস্তব্ধতা ,
হ্যাঁ এগুলোতেই আমি হই বিস্মিত ;
তাই আমি আশা রাখি -
পবিত্রই থাক মনগুলো , হাঁসি গুলো হোক স্ফীত
নামগুলো আর ঠাট্টা গুলো হোক নবরূপে উজ্জীবিত
তুমি তবু নিস্তব্ধ থেকো , হয়ে অর্ধমৃত l